ইস্টবেঙ্গলকে বাঁচানোর দাবিতে ব্যানার নিয়ে সরব জলপাইগুড়ির ফুটবল প্রেমীরা
নিউজ ডেস্ক: ইস্টবেঙ্গল ক্লাবের টালমাটাল অবস্থা নিয়ে এবার সরব হলেন জলপাইগুড়ির ফুটবল প্রেমীরা। সেভ ফুটবল, সেভ ইস্টবেঙ্গল, এই স্লোগান তুলে আন্দোলনে নামলেন ইস্টবেঙ্গল ক্লাবের জলপাইগুড়ির সর্মথকরা।
ক্লাবের বর্তমান পরিস্থিতির জন্য ক্লাব কর্তৃপক্ষকে দায়ী করে তাদের বিরুদ্ধে সরব হয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন তারা। হাতে ব্যানার নিয়ে শ্লোগান তোলেন তারা। তাদের অভিযোগ, ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের অনাচারের জন্য ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে চলেছে দেশের অন্যতম এই ক্লাব।
শতবর্ষ প্রাচীন এই ক্লাবকে রক্ষা করার দাবিতে তাদের এই আন্দোলন বলে জানিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের জলপাইগুড়ির অসংখ্য সমর্থক। অবিলম্বে ইস্টবেঙ্গল দলের এই মরসুমের পূর্ণাঙ্গ দল তৈরি করে অনুশীলন শুরু করার দাবি তুলেছেন তারা। জলপাইগুড়ির সমাজপাড়ায় অবস্থিত ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবে তারা সকলে মিলিত হয়ে এই দাবি তোলেন।