ময়নাগুড়িতে লাইন পুরোপুরি সাফ করে স্বাভাবিক হল ট্রেন চলাচল

নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত আলিপুরদুয়ারে ময়নাগুড়িতে লাইন পুরোপুরি সাফ করে ট্রেন চলাচলের উপযোগী করতে সক্ষম হল রেল। লাইন সাফ হওয়ার কথা জানান উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক গুনীত কউর। শনিবার মধ্যরাত থেকেই এই লাইনকে ফের ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে বলে জানান তিনি। গভীর রাত ২টো ৫ মিনিটে দুর্ঘটনাস্থল দিয়ে প্রথম ট্রেনটি যায়। আপাতত এই লাইনে ২০ কিমি প্রতি ঘণ্টা বেগে ট্রেন যেতে পারবে।

আরও পড়ুন-চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, সংকটজনক নারায়ণ দেবনাথ

শনিবার গভীর রাতে এই লাইনে রেল চলাচল শুরু হলেও দোমহনিতে মর্মান্তিক দুর্ঘটনার জেরে গত দুই দিনে এই রুটের মোট ১০টি ট্রেন বাতিল হয়েছিল। পাশাপাশি আরও ১০টি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছিল। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়েছিল গুয়াহাটিগামী বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। ট্রেনের ১২টি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। আরও ৩৬ জন আহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *