বিশেষ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র,ম্যাগাজিন এবং ফেনসিডিল সহ গ্রেফতার দুই
গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং ফেনসিডিল সহ দুজনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দিনহাটার ওকরাবড়ি এলাকায় রীতিমত দোকানের মত তৈরি করে আগ্নেয়াস্ত্রের কারবার চলছিল। সেই খবর পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে, ঝন্টু হক ও মিনারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছয়টি বন্দুক উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন-অবিলম্বে পুরনির্বাচনের দাবিতে আন্দলোনে নামছে বামেরা, ঘোষণা অশোক ভট্টাচার্যের
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে ৪ টি অটোমেটিক পিস্তল, ১ টি সিঙ্গল শাটার ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। একই সাথে ১৪ টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, ধৃত দুজনকে আদালতে পেশ করা হবে। ধৃতদের পুলিশ রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনা তদন্ত করা হবে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে এবং কারা কারা এর সাথে যুক্ত, সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে|