আলিপুরদুয়ারে পালিত হল আগাম হোলি উৎসব
কোভিড থেকে সামান্য রেহাই মিলতেই যেন বাঁধন ছাড়া আপামর বাঙালি। দু’বছরের খরা কাটিয়ে দিকে দিকে চলছে আগাম হোলি উৎযাপন। ঠিক একই ভাবে বুধবার ফালাকাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিত রায়ের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হ’ল রঙিন পরিবেশে।
আরো পড়ুন-ভালবাসার কাছে হার মানল রাভা জনজাতির প্রাচীন রীতি! বিয়ের পর শ্বশুরবাড়ি গেল না বর
রীতিমতো সামাজিক দূরত্ব মেনে একটি খোলা মাঠে রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই।চলে দেদার মিষ্টি মুখেের পালা।দলমত নির্বিশেষে সবাই ওই বসন্ত উৎসবে হাজির হয়ে টানা দুবছর ঘরবন্দি থাকার উসুল যেনো মিটিয়ে নিলেন কয়েক ঘন্টায়।রবিঠাকুরের গানে মুখোরিত ছিল ওই বসন্ত উৎসব চত্বরের আকাশ-বাতাস।