আগামী দুদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান,তাই আগাম দোল উৎসব পালন হল বালুরঘাটের বিদ্যাপীঠে
আগামীকাল ও পরশু দোল উৎসব। দোল উৎসবের আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎযাপন হচ্ছে বসন্ত উৎসবের। বৃহস্পতিবার দক্ষিণ দিআগামী দুদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান,তাই আগাম দোল উৎসব পালন হল বালুরঘাটের বিদ্যাপীঠে নাজপুর জেলার বালুরঘাটে বালুরঘাট আশুতোষ বালিকা বিদ্যাপীঠে পালিত হল বসন্ত উৎসব। প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের সূচনা করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সাগর ঘোষ, বিদ্যালয়ের সভাপতি বিথিকা ঘোষ সাহা এবং প্রধান শিক্ষিকা পম্পা দাস।
আরো পড়ুন-বিধান নগর ৩৮ নম্বর ওয়ার্ডে জীবন্ত রাধাকৃষ্ণের দোল উৎসব,দেখুন সেই ঝলক
দোল পূর্ণিমার দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। তাই দোল পূর্ণিমার আনন্দ থেকে ছাত্রীরা যাতে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই এদিনের বসন্ত উৎসবের আয়োজন করা।এদিন স্কুলের ছাত্রীরা নিজেদের মধ্যে আবীরের রঙে রাঙিয়ে দোল পূর্ণিমার আনন্দে মেতে ওঠে। এই অনুষ্ঠান ঘিরে স্কুলের ছাত্রী ও শিক্ষিকাদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।