অভিভাবকদের বিক্ষোভে উত্তপ্ত খড়দহ ভবনাথ ইন্সটিটিউশন ফর গার্লসের প্রাথমিক বিভাগ
মঙ্গলবার ভোর থেকে অভিভাবকদের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠল খড়দহ ভবনাথ ইন্সটিটিউশন ফর গার্লসের প্রাথমিক বিভাগ।একবছর আগে টিচার ইনচার্জ হিসাবে থাকা শিক্ষিকার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের ভিত্তিতে পুনরায় প্রধান শিক্ষিকাকে বহাল না করার দাবী জানিয়ে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখান।স্লোগান দেন তাদের দাবী জানিয়ে।
আরো পড়ুন-লেকটাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সকলের সাথে গণেশ পুজোয় মাতলেন মন্ত্রী সুজিত বসু
মঙ্গলবার স্কুল খোলা থাকলেও নিজেদের সন্তানদের ক্লাস করতে না দিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি স্কুলের গায়ে প্রাক্তন টিচার ইনচার্জের পুনরায় বহাল হওয়ার প্রতিবাদ জানিয়ে স্কুলের দেওয়ালে পোস্টার লাগিয়ে দেন।অভিভাবকদের তরফে জানানো হয় এবিষয়ে ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্তটা জানিয়েছেন।
আরো পড়ুন-অ্যাকাউন্ট থেকে উধাও হতে পারে সব টাকা!আধার জালিয়াতি থেকে বাচতে কি করবেন?
দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলার পর উপস্থিত হন বিদ্যালয়ের ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতি স্থানীয় পুর প্রতিনিধি সবিতা গুহ ঠাকুরতা কথা বলেন অভিভাবকদের সাথে বর্তমানে টিচার ইনচার্জ হিসাবে থাকা অভিজিৎ মজুমদার এবিষয়ে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান