মমতার মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ, থাকছেন পুরনোরাও

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার সকালে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্য মন্ত্রীরা। স্বাভাবিকভাবেই মানুষের মনে কৌতুহল রয়েছে নতুন মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন। পুরনো মন্ত্রীদের মধ্যে কাদের নাম বাদ পড়তে চলেছে তা নিয়েও সকলেরই আগ্রহ রয়েছে। শুক্রবার সকাল ১০ টা ৪৫ মিনিটে রাজভবনের থ্রোন হলে মন্ত্রিসভার শপথগ্রহণ হবে। উল্লেখ্য, গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় একাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।

রাজভবনে এখনও পর্যন্ত ৪৩ জন মন্ত্রীর নামের তালিকা পাঠানো হয়েছে। যার মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এদের মধ্যে ১০ জন স্বাধীন দায়িত্ব পাচ্ছেন। তবে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রিসভায় থাকছেন না কোন চলচ্চিত্র তারকা। এমনকী, নির্মল মাঝি, মদন মিত্রর মতো মমতা ঘনিষ্ঠদের নাম নেই। যদিও এবারের নতুন মন্ত্রিসভায় অন্তত ১৬ টি নতুন মুখ রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল হুমায়ুন কবীর, অখিল গিরি, শিউলি সাহা, মনোজ তিওয়ারি, দিলীপ মন্ডল, বুলুচিক বরাইক, পুলক রায়, বূরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি প্রমুখ।

একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত মুখোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মত মানুষ তথা মন্ত্রিসভার প্রাক্তন সদস্যরাও থাকছেন। রাজভবনে জমা দেওয়া তালিকায় পূর্ণমন্ত্রী হিসেবে যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক, অমিত মিত্র, সাধন পান্ডে, বঙ্কিম হাজরা, মানস ভুঁইয়া, সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, অরূপ রায়, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিনহা, ব্রাত্য বসু, গোলাম রব্বানী, স্বপন দেবনাথ, রথীন ঘোষ, শশী পাঁজা, সিদ্দিকুল্লা চৌধুরী জাভেদ আহমেদ খান, বিপ্লব মিত্র প্রমুখ।

অন্যদিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে থাকছেন বেচারাম মান্না, সুব্রত সাহা, অখিল গিরি, হুমায়ুন কবীর, রত্না দে নাগ, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, সন্ধ্যারানি টুডু, বুলু চিকি বরাইক। রাজ্য মন্ত্রীদের, মধ্যে নাম রয়েছে দিলীপ মন্ডল, আখরুজ্জামান, শ্রীকান্ত মাহাতো, ইয়াসমিন সাবিনা শিউলি শাহা মনোজ তিওয়ারি, পরেশ অধিকারী, ইয়াসমিন সাবিনা, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডির নাম। এবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও মন্ত্রিসভায় অর্থ মন্ত্রকের দায়িত্বে পেতে চলেছেন অমিত মিত্র, এমনটাই সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *