রঘুনাথগঞ্জ এবং জঙ্গীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ভস্মীভূত

রঘুনাথগঞ্জ এবং জঙ্গীপুরে একেরপর এক দোকানে কারখানায় এবং বাড়িতে আগুন লাগলেও দমকল কেন্দ্র হচ্ছে না জঙ্গীপুরে! জঙ্গীপুরে ক্ষুদ্ধ জনতা বলেন,আর কত দোকান ও বাড়িঘর পুড়লে নেতাদের হুঁশ হবে? নেতারা কি শুধু সংবর্ধনা নেওয়া এবং দোকান উদ্বোধন করার জন্য জনপ্রতিনিধি হয়েছেন?

আরো পড়ুন-কান্দি মহকুমা হাসপাতালের আয়তন বাড়ানোর দাবিতে মর্গে বিক্ষোভ

এত অগ্নিকাণ্ডের পরেও নেতা মন্ত্রীরা নীরব দর্শক কেন?
আজ আবারও অগ্নিকাণ্ডে ৩ টি দোকান পুড়ে ছাই!মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার জঙ্গীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের জঙ্গীপুর বাস স্ট্যান্ডে।প্রাথমিক সূত্রে জানা যায় রাত্রি ১২:৪৫ নাগাদ হঠাৎ আগুন লেগে যায় একটি দোকানে এবং সে আগুন ছড়িয়ে পড়ে পরপর চারটি দোকানে।

আরো পড়ুন-কেমন যাবে এই সপ্তাহ (২৬শে জুন থেকে ২ই জুলাই)?

ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে জঙ্গিপুর আউটপোস্ট এর পুলিশ প্রশাসন এবং আগুন নেভানোর চেষ্টা করে। এছাড়াও ঘটনাস্থলে ছুটে আসেন জঙ্গীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী। জঙ্গীপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিক এবং এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ৭০ শতাংশ আগুন নিভে যাওয়ার প্রায় দেড় ঘন্টা পরে দমকলের একটি ইঞ্জিন আসে। এই নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন ছুড়ে দেয় নেতা এবং মন্ত্রীদের কাছে যে এখনো পর্যন্ত জঙ্গিপুরে একটি দমকল কেন্দ্র তৈরি হলো না কেন? দোকানের মালিক বলেন, আমাদের রোজগারের প্রতিষ্ঠান একটাই এটাতেই আমাদের সংসার চলে। সরকারের কাছে তারা আবেদন করেন যেন তাদের সহযোগিতা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *