প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী!
প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নিজের বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি|
আরো পড়ুন-আজ শ্রমিকদের সাথে ফের একবার পথে নেমে জোরদার আওয়াজ তুললেন সাংসদ অর্জুন সিং
গত ৮ ডিসেম্বর বাড়িতেই শৌচালয়ে পড়ে যান কেশরীনাথ ত্রিপাঠী। গুরুতর চোট লাগে তাঁর। ডান হাত ভেঙে যায়। এরপর থেকেই কিছুটা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি।তার শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় তাঁকে প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরিস্থিতি আরও জটিল হওয়ায় তাঁকে ICU-তে স্থানান্তরিতও করা হয়|এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা উন্নতি হলে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু, শুক্রবার থেকে ফের তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।এরপর রবিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।
আরো পড়ুন-‘লক্ষীর ভান্ডারে লক্ষ্মী ভিখারী বানানো হচ্ছে’:দুয়ারে সরকারের পুরস্কার পাওয়া নিয়ে কটাক্ষ দিলীপের
উল্লেখ্য,২০১৪-র জুলাই থেকে ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত কেশরীনাথ ত্রীপাঠি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন।দীর্ঘ সময় উত্তরপ্রদেশের মন্ত্রিসভার সদস্যও ছিলেন কেশরীনাথ।তিনি এলাহাবাদ হাইকোর্টের আইনজীবী ছিলেন|তিনি বই-ও লিখেছেন কয়েকটি,যার মধ্যে দু’টি অ্যান্থোলজি বই ‘মনোনুকৃতি’ এবং ‘আয়ুপঙ্খ’ রয়েছে এবং রয়েছে ‘সঞ্চয়িতা’ নামের বইটিও|