সৌমিত্র খা-র বিতর্কিত মন্তব্যের সমালোচনা করলেন খাদ্যমন্ত্রী
নরেন্দ্র মোদীকে খুশি করতেই স্বামীজীকে তার সঙ্গে যোগ করা হচ্ছে’ বৃহস্পতিবার বিজেপি সাংসদ সৌমিত্র খা-র বিতর্কিত মন্তব্যের সমালোচনা করতে গিয়ে এমনি দাবি করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসতে তৃণমূল কাউন্সিলর দেবব্রত পালের উদ্যোগে স্বামীজীর জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে মন্ত্রী রথীন ঘোষ বলেন,-“কোথায় স্বামীজী!আর কোথায় মোদি!দু’জনের নাম এক করে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে।স্বামী বিবেকানন্দ একজনই হবেন!তাঁর বিকল্প কেউ হবেন না।আসলে মোদিকে খুশি করতেই এই ধরণের রাজনৈতিক মন্তব্য করা হচ্ছে”।
আরো পড়ুন-কর্নাটকের হুবলিতে প্রধানমন্ত্রী আঁটোসাঁটো নিরাপত্তা ভেদ করে মোদিকে মালা পড়ালেন যুবক!
পাশাপাশি,কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিলের জুতো পরে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করাকে কটাক্ষ করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী।রথীনের মতে,-“এটা তো শিষ্টাচারের ব্যাপার!যার যেরকম শিষ্টাচার,সে তাই-ই করেছে।ওরা(বিজেপি)তো সবসময় স্বামীজীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে এসেছে।তাই,ওদের সম্পর্কে আর কি বলব”!
আরো পড়ুন-ফের ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ!
সম্প্রতি ‘দিদির সুরক্ষা কবচ’-হাতে পরলেই মিলবে সমস্ত সরকারি সুবিধা এমনি দাবি করেছিলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন খাদ্যমন্ত্রী বলেন,-“দিদির সুরক্ষা কবচের রিস্ট ব্যান্ড আসলে প্রচারের একটি মাধ্যম।দলের প্রতীক দেওয়া এই রিস্ট ব্যান্ড থাকলে লোকে অনায়াসে জানতে পারবেন কি কারণে আমরা এলাকায় এসেছি।এর সঙ্গে সরকারি সুবিধা মেলার কোনও ব্যাপার নেই”।