অ্যাকাউন্ট থেকে উধাও হতে পারে সব টাকা!আধার জালিয়াতি থেকে বাচতে কি করবেন?
অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা|নেপথ্যে রয়েছে আধার জালিয়াতির চক্র|ভুক্তোভুগি হচ্ছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও|এই জালিয়াতির শিকার হতে পারেন আপনিও|’সাবধানের মার নেই’,তাই সর্বশান্ত হওয়ার আগে চট করে করে ফেলুন এই কাজ যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও না হয়ে|
আরো পড়ুন-কসবার ছাত্রের রহস্য মৃত্যুতে হাইকোর্টে মামলা!পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নিজের বায়োমেট্রিক তথ্য লক করে দিলে এই জালিয়াতি থেকে রক্ষা পাওয়া যেতে|এবার হচ্ছে কিভাবে নিজের বায়োমেট্রিক(আঙুলের ছাপ,চোখের স্ক্যান)|প্রথমে UIDAI’র অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে|
তারপর ‘Login’ বাটনে ক্লিক করতে হবে|
এখানে ১২ ডিজিটের আধার কার্ডের নম্বর একটি ক্যাপচা ফিল-আপ করতে হবে|এবার ‘OTP’ অপশন চাপতে হবে, ফোনে মেসেজ এলে সেটি ওয়েবসাইটে দিতে হবে|এবার হোমপেজে ‘Lock/Unlock Biometrics’ অপশনে ক্লিক করতে হবে|এখানে ক্লিক করলে আধার কার্ডের বায়োমেট্রিক লক হয়ে যাবে|
আরো পড়ুন-“ছোট অধিবেশনে অনেক সময় পাবেন কান্নাকাটির”: বিরোধীদের খোঁচা মেদির
বায়োমেট্রিক তথ্য লক আপনি আপনার মোবাইল থেকেও করতে পারেন|এর জন্য প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন mAadhaar অ্যাপ|অ্যাপ ওপেন করে ভাষা সিলেক্ট করে ওটিপি ক্লিক করে লগ ইন করে নিন|এবার ড্যাশবোর্ড থেকে নিচে ‘My Aadhaar’ মেনু সিলেক্ট করুন|এখানে ১২ ডিজিটের আধার নম্বর দিন, তারপর একটি OTP পাবেন|একটি নতুন স্ক্রিন খুলে যাবে সেখানে ‘Lock Biometric’ অপশনে ক্লিক করলেই আধার ব্লক হয়ে যাবে|