সেলিমকে ‘মীরজাফর’ বলে আক্রমণ ফিরহাদের!কিন্তু কেন?

বছর ঘুরলেই লোকসভা ভোট।বিজেপিকে রুখতে বিরোধীরা গড়েছে ‘ইন্ডিয়া’ জোট।কিন্তু এবার ‘ইন্ডিয়া’ জোটের দুই শরিকের মধ্যে বেঁধে গিয়েছে তুমুল বাকযুদ্ধ|

আরো পড়ুন-নদিয়ায় রেললাইনে বসে মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ স্কুল পড়ুয়ার!

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি মন্তব্য করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।তিনি বলেন, “স্পেশ্যাল প্লেন নিয়ে ভোরের অন্ধকারে রাহুল গান্ধীর ঘরে চলে গেলেন অভিষেক। রাহুল গান্ধীর পা ধরে বলছে দাদা আমাকে বাঁচাও।” একইসঙ্গে কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, “কংগ্রেসকে বুঝতে হবে, যদি ২০১১ সালে কংগ্রেস সমর্থন না করত, তাহলে তৃণমূল ক্ষমতায় আসতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত ছিল না রাইটার্স বিল্ডিয়ে যাওয়ার।”

আরো পড়ুন-অ্যাডভোকেট জেনারেলের পর বিষ্ফোরক সদ্য প্রাক্তন সরকারি পিপি শ্বাশতগোপাল!

আবার কংগ্রেসকে খোঁচা দিয়ে সেলিম বলেন, “কংগ্রেসকে বুঝতে হবে, যদি ২০১১ সালে কংগ্রেস সমর্থন না করত, তাহলে তৃণমূল ক্ষমতায় আসতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত ছিল না রাইটার্স বিল্ডিয়ে যাওয়ার।” এরই পাল্টা আক্রমণ শানিয়েছেন মহানাগরিক ফিরহাদ হাকিম।ফিরহাদ বলেল, “ইন্ডিয়া জোট ভাঙতে চাইছেন। চক্রান্ত করছেন। উনি মীরজাফরের কাজ করছেন।” ইন্ডিয়া’ জোটের দুই শরিকের মধ্যে এহেন তুমুল বাকযুদ্ধ দেখে প্রশ্ন উঠছে তবে কি দুর্বল হচ্ছে জোটের ভীত?তারই কি প্রতিফলন এই বাকযুদ্ধ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *