অবশেষে মাঝেরহাট ব্রিজ উদ্বোধনের দিন ঘোষণা করল নবান্ন
নিউজ ডেস্ক: শনিবার মাঝেরহাট ব্রিজ উদ্বোধনের দিন ঘোষণা করল নবান্ন। আগামী বৃহস্পতিবার বিকেল চারটেয় মাঝেরহাট ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী বৃহস্পতিবার বিকেল চারটেয় অত্যাধুনিক এই সেতুর উদ্বোধন হতে চলেছে। নতুন সেতুর ভার বহন ক্ষমতা যাচাই করতে এই মুহূর্তে চলছে লোড টেস্ট। নতুন ব্রিজ ৩৮৫ টন ভার বহনে সক্ষম। ভার বহন ক্ষমতা বাড়াতে ব্যবহার হয়েছে ৮৪টি কেবল। ৬৫০ মিটারের এই সেতু এবার চার লেন বিশিষ্ট। রেললাইন উপরের ২২৭ মিটার অংশের অনুমোদন দিতে কেন্দ্র ন’মাস টালবাহানা করেছিল বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। তারপরেও কেন ব্রিজ চালু করতে দেরি হল তা নিয়ে প্রতিবাদে নামে বিজেপি। কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে এই সপ্তাহেই সেই বিক্ষোভ দেখায় বিজেপি। সেই মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ব্রিজ তৈরিতে কেন্দ্রের টালবাহানা নিয়ে তৃণমূল পাল্টা বিক্ষোভ মিছিল করে। শোভন দেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সরব হয় তারা। উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরে মাজেরহাট ব্রিজ ভেঙে পড়েছিল।