অগ্নিগর্ভ জয়নগর!তৃণমূল নেতাকে খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন
আজ ভোরে নমাজ পড়তে যাওয়ার সময়, বাড়ির কাছেই গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি,সইফুদ্দিন লস্করকে|তৃণমূল নেতাকে খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরপর বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়।
আরো পড়ুন-সাদা কাগজে সই করিয়েছিলেন ‘সাহেব’!দাবি মন্ত্রীর পরিচারক রামস্বরূপের
অভিযোগ,ভোর পৌনে ৫টা নাগাদ তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় ৪-৫ জন দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল অঞ্চল সভাপতির।মৃত তৃণমূল নেতার বাবার দাবি, সিপিএম ও বিরোধীরাই খুনের জন্য দায়ী। একই দাবি করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাও।
আরো পড়ুন-এবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ!৩ সংগঠনের মিলিত এই অভিনব উদ্যোগ
বেলা বাড়তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে জয়নগর।বাঁধা দেওয়া হয় দমকলের গাড়িকেও। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এখন এলাকা জুড়ে বিরাট পুলিশ বাহিনী। সঙ্গে রয়েছে ব়্যাফও। খুনের কারণ খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।