বর্ধমান মেডিক্যাল অগ্নিকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য
নিউজ ডেস্ক: বর্ধমান মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডে রিপোর্ট সামনে আনল ৫ সদস্যের কমিটি। উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে জানানো হয়েছে, সন্ধ্যারানি মণ্ডল নামে ওই রোগিনী নিজেই নিজের শরীরে আগুন লাগান। ওয়ার্ডের সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। এরপর থেকেই করোনা ওয়ার্ডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন-‘এটা দলের পরম্পরা ভঙ্গ’, গান্ধীজির প্রয়াণ দিবস নিয়ে বিজেপির উন্মাদনা নিয়ে মন্তব্য তথাগতর
সন্ধ্যারানি মণ্ডল নামে ওই রোগী নিজেই নিজের দেহে আগুন ধরিয়েছেন। হাসপাতালের বেডে শুয়ে লাইটার ব্যবহার নিজের দেহে আগুন ধরান তিনি। দাউদাউ করে জ্বলে ওঠে তাঁর বিছানা।
তদন্তকারীরা জানিয়েছেন, হাসপাতালের কোনও যন্ত্রে ত্রুটি বা শর্ট সার্কিটের জেরে আগুন ধরেনি। রিপোর্টে আছে কোনও রোগী হাসপাতালে ওয়ার্ডের ভিতরে নিজের গায়ে আগুন দিতে পারেন এটা ভাবনার অতীত। তবে আগুন দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ওয়ার্ডে থাকা বাকি তিন রোগীকে সরিয়েছেন হাসপাতালের কর্মীরা।