‘দল ওকে ছেঁটে ফেলেছে’:পার্থ নিয়ে কটাক্ষ দিলীপের

নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ

গুজরাটে সেতু বিপর্যয় রাজনীতি
দুর্ঘটনা ঘটেছে। জীবনহানি হয়েছে। দোষীর সাজা পাওয়া উচিৎ। সরকার খুজছে। ৯ জন গ্রেফতার হয়েছে। পোস্তায় নির্মীয়মাণ ব্রিজ ভেঙেছে। মালে প্রশাসনের তৈরী করা বিপর্যয় মানুষ মেরেছে। ওখানে সরকার ফিট সার্টিফিকেট দেয়নি। কিন্তু বিপর্যয়ের পর প্রায় সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী গেছেন। মালে মুখ্যমন্ত্রী এক মাস বাদে গেছেন। যারা ইস্যু পাননা। দুর্নীতিতে যারা ডুবে আছেন, তারা সেতুর নিচে আশ্রয় পেতে চাইছেন।

সুকান্তর লাঠি নিদান

লাঠির বাড়ি আমরা খাচ্ছি। পঞ্চায়েত আসার আগেই বোমা বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। সরকারি, প্রশাসনিক, সাংবিধানিক শক্তি নেই। পেশী শক্তি কে পেশি শক্তি দিয়েই প্রতিহত করতে হবে।

পানিহাটিতে দুই কাউন্সিলরের হাতাহাতি
এটা প্রতিদিন বাড়ছে। কেন্দ্রের পাঠানো টাকা লুঠ হতো। সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই লুঠের টাকার পরিমাণ কমে যাওয়ায় ভাগ বাঁটোয়ারা নিয়ে কোন্দল বাড়ছে। রাজনীতি এখন ব্যবসা। সেই ব্যাবসার মন্দা। তাই এই কোন্দল।

নারদা মামলায় ববি হাকিমের কোর্টে হাজিরা
আদালত তার নিজের পথে চলছে।

দলের সাথেই আছি, দাবি পার্থর
পার্থ বলছে দলের সাথেই আছি। দল পার্থর সাথে নেই। দিদি ওনার সঙ্গে নেই। কারণ, উনি টাকাপয়সার ভাগ দেননি। এখন বলে লাভ নেই। দল ওকে ছেঁটে ফেলেছে। বাকিরা, অনুব্রত বা মাণিক, তারা দিয়ে থুয়ে খেয়েছে। তাই দল ওদের সঙ্গে আছে। ওদের বোঝা বইছে।

দুয়ারে সরকার আজ থেকে শুরু

কেন্দ্র ঠিক করেছে, যে যে প্রকল্পের নাম পাল্টানো হয়েছে, সেখানে কেন্দ্র আর টাকা দেবে না। কারণ যে প্রকল্পের নামে টাকা, সেই প্রকল্প না চললে, কেন টাকা দেবে? দুয়ারে সরকার করতে গিয়ে না তো সরকার আছে, না প্রকল্প আছে, না টাকা আছে। এমনকি কর্মচারিও নেই। নতুন নিয়োগ নেই। পুরো সরকার ডামাডোলে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *