জগদ্দলে ডিজিটাল মিডিয়ার কর্মীদের ভাড়া বাড়িতে আগুন
জগদ্দলের মন্ডলপাড়া এলাকায় প্রশান্ত কর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া নিয়ে থাকতো বেশ কয়েকজন ডিজিটাল মিডিয়ার কর্মীরা। সেখানে কয়েকজন দুষ্কৃতী এসে তাদেরকে তৃণমূলের হয়ে খবর করার ফরমান জারি করে। কিন্তু তারা কোনো পক্ষপাতিত্ব হয়ে খবর না করা কথা জানিয়ে দেওয়ায় আজ ভোররাতে দুষ্কৃতীরা সেই বাড়ির দুটি বাইক ও একটি চারচাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন পশ্চিমবঙ্গ সফররত কেন্দ্রীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাজকুমার সিং। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য পুলিশের মহানির্দেশক কে ফোন করে বিষয়টি জানান এবং পুলিশের তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে তিনি জানান দুর্বৃত্তরা শীঘ্রই গ্রেফতার হয়ে জেলে যাবে।