‘জনপ্রতিনিধি বলে নয়,যে কোনও মানুষেরই এমন ব্যবহার করা উচিৎ নয়!’:সোহমের সমালোচনায় দেব
নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধর করার ঘটনায় খবরের শিরোনামে উঠে এসেছে চন্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর নাম|ঘটনার কয়েকদিন কেটে গেলেও তাকে নিয়ে বিতর্ক থামেনি|দলও অবশ্য তার এই কাজকে সমর্থন করেনি|ইতিমধ্যেই,টলিউডে তার সতীর্থ এবং সাংসদ দেব তার এই কাজের তীব্র সমালোচনা করেছেন|
আরো পড়ুন-সুখবর!এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মীদের ৪% বর্ধিত হারে ডিএ
সোহমের সমালোচনা করে দেব বলেছিলেন, “জনপ্রতিনিধি বলে নয়, যে কোনও মানুষের থেকেই এমন ব্যবহার কাম্য নয়। সোহমকে বুদ্ধিমান বলেভাবতাম। সোহম আমার ভাল বন্ধু। কিন্তু বন্ধু বলে সব কাজ যে ভাল তা নয়। যেদিন শুনলাম, সেদিন ফোন করে যা বলার বলেছি ওকে। এটা হওয়া উচিত নয়। সোহমের ক্ষমা চাওয়া উচিত। নিয়ম কানুন মেনে চলা উচিত। জনপ্রতিনিধিদের এসব থেকে দূরে থাকা উচিত।”
আরো পড়ুন-দিলীপকে প্রণাম করে দফতরের দায়িত্ব নিলেন সুকান্ত!
দেবের এই বক্তব্যের পর তারই দলের আরেক বিধায়ক মদন মিত্র আবার দেবকে এক হাত নিয়েছেন|উল্লেখ্য,এই ঘটনার পর সোহম ক্ষমাও চেয়েছেন,তবে এই ঘটনা নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি|