বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, সপ্তাহান্তে প্রবল বর্ষণের আশঙ্কা
নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি বৃদ্ধির ফলে, সপ্তাহান্তে পশ্চিমবঙ্গে দুর্যোগের আশঙ্কা।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে উত্তরবঙ্গে।
প্রবল বৃষ্টির ফলে পাহাড়ে নামতে পারে ধ্বস। রয়েছে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনাও। যেই কারণে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে বলে জানিয়েছে দপ্তর।
তবে দক্ষিণবঙ্গে শুক্রবার ভারী বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তবে, বাতাসে আদ্রতার ফলে বাড়বে গরমের অস্বস্তি।
বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল, তবে বৃষ্টি হয়নি। বুধবার অবশ্য বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই নিম্নচাপটি প্রথমে সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় দেখা যায়। পরে নিম্নচাপটি বিশাখাপত্তনমের ওপর দিয়ে বঙ্গোপসাগর দিকে সরে যায়।
এই নিম্নচাপের পাশাপাশি অসমে একটি ঘূর্ণবাতের খোঁজ মিলেছে। মূলত এই ঘূর্ণবাতটির ফলেই শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে সহ গোটা রাজ্যে।
শুক্রবার থেকে দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতেও বাড়বে বৃষ্টির পরিমাণ আগামী চার পাঁচ দিনে।
শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে । উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশেও ভারী বর্ষণের পূর্বভাস রয়েছে।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের জেলাগুলিতেও বৃষ্টির আশংকা করা হচ্ছে।