একদিকে দেবাংশু বলছেন তৃণমূল এজেন্টকে অপহরণের করা হয়েছে,অন্যদিকে,বিজেপি কর্মীদের গ্রেফতার করা নিয়ে সরব হয়েছেন অভিজিৎ
শুরু থেকেই তমলুক লোকসভা কেন্দ্র খবরের শিরোনামে রয়েছে|হবেই না বা কেন?সেখানে বিজেপির হয়ে দাড়িয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়|যার রায়ে বেশ অস্বস্তিতে ফেলেছিল শাসক দলকে|তার নাম সামনে আসতেই,মমতা বন্দোপাধ্যায় মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন ছাত্র-যুব সমাজ থেকেই তার বিরুদ্ধে প্রার্থী দাড় করাবে তৃণমূল|সেই মতই,দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করে তৃণমূল|আজ সেই তমলুকেই নির্বাচন|সকাল থেকেই জায়গায় জায়গায় বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে তমলুক|
আরো পড়ুন-“দেব তো দেব নন,তিনি রাজনীতিতে ‘দেবাদিদেব’!”:শুভেন্দুকে হোয়াটস অ্যাপ করা নিয়ে দেবকে খোঁচা কুণালের
ভোটপর্বের শুরুতেই তৃণমূল কংগ্রেসের দুই এজেন্টকে অপহরণ করার দাবি করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, ‘ তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে অনেক জায়গায়। আমাদের দু’জন এজেন্টকে অপহরণ করে নেওয়া হয়েছে। তাঁদেরকে কোথায় নিয়ে গিয়েছে জানি না।’
আরো পড়ুন-নন্দীগ্রামের খুনের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা রাজ্যপালের
অন্যদিকে, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগের আঙুল তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে।তিনি অভিযেগ করেন,‘পুলিশ বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়াচ্ছে।’