নদিয়ায় অঙ্গনওয়াড়ির খাবারে সাপ !অসুস্থ দুই শিশু,চরম উত্তেজনা এলাকায়
অঙ্গনওয়াড়ির খাবারের নিম্ন মান নিয়ে বার বার প্রশ্নের উঠেছে|এর আগেও খাবারে টিকটিকি, আরশোলা থাকার অভিযোগ উঠেছে|তবে এবার আরো ভয়ানক জিনিস মিলল অঙ্গনওয়াড়ির খাবারে|একটি আস্তো সাপ পরে থাকতে দেখা যায় অঙ্গনওয়াড়ির খিচুড়ির মধ্যে|
আরো পড়ুন-দুয়ারে সরকার ক্যাম্পে এসে বিদ্যুৎ দফতরের টেবিল উল্টে দিল তৃণমূল নেতা
উল্লেখ্য,চাপড়ার ডোমপুকুরের পূর্ব-দক্ষিণ পাড়ার বাসিন্দা হাসিনা হালসানা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের জন্য খাবার আনতে গিয়েছিলেন। খাবার নিয়ে বাড়ি চলে এসে তাঁর শিশুদের খিচুড়ি খাওয়াচ্ছিলেন। কিছুটা খাওয়ানোর পরই তিনি দেখতে পান, খিচুড়িতে কিছু একটা পড়ে রয়েছে। যা দেখে তাঁর সন্দেহ হয়। কিছুটা খতিয়ে দেখতেই তিনি বুঝতে পারেন, খিচুড়িতে রয়েছে একটি মরা সাপ।অন্য অভিভাবকদের জানানোর পর সবাই মিলে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান|
আরো পড়ুন-দিদির দূত কর্মসূচিতে এসে দূতের গাড়ি ঘিরে হাসপাতালের দাবিতে ক্ষোভের মুখে বিধায়ক বিশ্বজিৎ দাস
ওই খিচুড়ি খেয়ে দুই শিশু অসুস্থ হয়ে পরে। চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।গোটা ঘটনা ঠিক কী ঘটেছে, কীভাবে ঘটেছে খতিয়ে দেখা হবে ও প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন চাপড়ার বিডিও দীনেশ দে।