লটারি কেটে কটিপতি হল দিনমজুর
লটারি কেটে রাতারাতি কটিপতি হলেন এক দিন মজুর। তার নাম প্রদীপ সাহা। বাড়ি গোপালনগর থানার মালির বাগান এলাকায়।বৃহস্পতিবার তিনি স্থানীয় গোপালনগর বাজার থেকে একটি টিকিট কেটেছিলেন। তার প্রথম পুরস্কার হয়েছে।প্রদীপ সাহা জানিয়েছেন, দুই মেয়ে স্ত্রী নিয়ে অভাবের সংসার। রাজমিস্ত্রির সঙ্গে দিনমজুরের কাজ করেন৷ লটারি কাটার কথা শুনলে বাড়িতে অশান্তি হতো তাই লটারি কাটতেন না। বহুদিন পর বৃহস্পতিবার গোপনে টিকিট কেটেছিলেন।
প্রথম পুরস্কার এক কোটি টাকা মিলেছে খবর পেয়ে খুশি ওই পরিবারের সদস্যরা ।টাকা পেয়ে দুই মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাই প্রদীপ সাহার ইচ্ছা ।