রাজ্যের ও দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখলেন অশোক ভট্টাচার্য

নিউজ ডেস্ক: আমাদের দেশে বা আমাদের রাজ্যে কভিড পরিস্থিতি এমন কঠিন ও নিয়ন্ত্রণহীন অবস্থায পরবে এরকম টা কি অপ্রত্যাশিত না প্রত্যাশিত? আমার মতে এটি প্রত্যাশিত ছিল। কারন ভারতের জ ন স্বাস্থ পরিকাঠামো বিশ্ব এর যে কোনো দেশ থেকে দুর্বল।

কোরোনা কেন যে কোনো noncommunicable রোগ প্রতিরোধ করার ক্ষমতা এই পরিকাঠামোর নেই। কোরোনা কালে আমরা শয্যা, oxygen , ওষুধের অভাব ও অব্যবসথার কথা নিয়ে ভাবছি।কিন্তু দু তিনটি উধাহরণ দিতে চাইছি।

ভারতে প্রতি ১০০০ জন শঙ্খায় শয্যা রয়েছে মাত্র ০.৫৫ টা।যেখানে শ্রীলঙ্কা,চিন ,এ রয়েছে যথাক্রমে ৩,৭ ও ৪,২টি।

WHO গাইড লাইন অনুযাযি 1000 জনে শয্যা থাকা উচিত 5টি। নিজের পকেট থেকে স্বাস্থ্য খাতে খরচ করতে হয় ভারতে ৬০শতাংশের বেশী,অন্য যে কোনো দেশ থেকে অনেক বেশী।অথচ ভারতে যে কোনো মানুষের disease burden অনেক বেশী।তাই ভারতের মতো দেশের এই ধরনের অতিমারী মোকাবিলায় যে ধরনের প্রস্তুতি ও সদিছচা দরকার ,নেই তার ছিটে ফোটা। এর পরিনতির মুখোমুখি আমরা। এর দায় কেন্দ্র ও রাজ্য সরকারকে নিতেই হবে।এখন মরণ কালে হরিবল বলে লাভ নেই।এটাই ছিল প্রত্যাশিত।

লড়তে হবে এই নীতি পরিবর্তনের জন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *