ফের শাসকের রোষে নাটক!উৎপল দত্তের ‘ব্যারিকেড’ নাটকে বাঁধার অভিযোগ
ফের সামনে এলো নাটক মঞ্চস্থে শাসকের বাঁধা|এবার উৎপল দত্ত রচিত ‘ব্যারিকেড’ নাটকে এবার মঞ্চস্থ করায় বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত নবদ্বীপ পুরসভার বিরুদ্ধে|
আরো পড়ুন-প্রয়াত সাহারাকর্তা সুব্রত রায়!দীর্ঘ সময় ধরে ভুগছিলেন অসুস্থতায়
চাকদা নাট্যজনের সম্পাদক সুমন পাল সোশাল মিডিয়ার পোস্ট করেছেন। তাঁর অভিযোগ, উৎপল দত্ত রচিত ও দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত ‘ব্যারিকেড’ নাটক বন্ধ করে দেওয়া হল।
আরো পড়ুন-‘আমি রাজ্যের মন্ত্রী!এই সেলে থাকব না,SSKM-এ পাঠানো হোক’:জেলে আবদার জ্যোতিপ্রিয়র
আগামী ২৩ জানুয়ারি নবদ্বীপের রবীন্দ্র ভবনে ওই নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। চাকদা নাট্যজনের সম্পাদকের অভিযোগ, গতকাল দুপুরে নবদ্বীপ পুরসভার তরফে উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়, ‘ব্যারিকেড’ নাটক মঞ্চস্থ করা যাবে না। নবদ্বীপ পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।