লালন শেখ হত্যাকাণ্ডে সিবিআই-কে নোটিশ সিআইডি-র!
সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডে অভিযুক্ত লালন শেখের মৃত্যুর পর থেকেই তদন্ত শুরু করে সিআইডি।সিবিআই-র বিরুদ্ধে চাঞ্চল্য অভিযোগ এনেছিলেন রেশমা বিবি। তাঁর অভিযোগ ছিল, ঘটনার দিন দুপুরে লালন শেখকে নিয়ে গ্রামে এসেছিলেন সিবিআই কর্তারা। তখনই মামলাটি মিটিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ টাকা ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ করে রেশমা।
আরো পড়ুন-আসানসোলের কম্বল বিতরণী অনুষ্ঠানে মৃতদের পরিবারের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল
রেশমা বিবি সিআইডি আধিকারিকদের আরো জানান টাকা না দিলে লালনকে মেরে ফেলা হবে বলেও সিবিআই কর্তারা হুমকি দেন তাকে|লালন শেখের পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়দের সঙ্গেও কথা বলেন সিআইডি আধিকারিকেরা।
আরো পড়ুন-রাস্তা দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের বিরুদ্ধে সরব রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
এবার সিবিআইকে নোটিশ পাঠাল সিআইডি। চাওয়া হয়েছে অস্থায়ী ক্যাম্পের সিসিটিভি ফুটেজ। এছাড়াও সেদিন ঠিক কী কী ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খু তথ্যও জানাতে বলা হয়েছে সিবিআইকে সিবিআই। নোটিশটি পাঠানো হয়েছে বগটুই হত্যাকাণ্ডের তদন্তকারী অফিসারকে।