সারা বিশ্বের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরেও পালিত প্রভু যীশুর জন্মদিন
সারা বিশ্বের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মাহিনগর ক্যাথলিক চার্চেও মহাসমারোহে পালিত হলো প্রভু যীশুর জন্মদিন। প্রতিবছর প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা চার্চ এর ভিতরে করা হলেও, করোনা সময় কাল থেকে শুরু হয়েছে চার্চের প্রাঙ্গণে যীশুর উদ্দেশ্যে প্রার্থনা।
আরো পড়ুন-Aamir-Fatima: অবশেষে ফাতিমার সাথে নিকাহ সেরে ফেললেন আমির!
শনিবার সকাল থেকে যীশুর জন্মদিন পালনে মেতে উঠেছেন ৮ থেকে ৮০ সকলেই। এদিন প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে মাহিনগর এলাকায় খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।