তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর!আটক সাংসদের গাড়ির চালক

তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর।গুরুতর জখম অবস্থায় তৃণমূল সাংসদ ওই শিশুকে নিজের গাড়িতে করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।তবে হল না শেষরক্ষা|প্রাণ হারালো ছোট্ট হাসিম|

আরো পড়ুন-ভাটপাড়ার অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডের ময়লা আবর্জনার স্তুপ থেকে দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা

বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে আমতলা বহরমপুর রাজ্য সড়কের উপর নওদা থানার পিপড়েখালি এলাকায়।মৃত শিশুর নাম হাসিম সরকার।হাসিমের মা এসএইজ গ্রুপের মহিলা। এদিন তিনি ব্যাঙ্কে টাকা জমা দিতে এসেছিলেন। মায়ের সঙ্গে এদিন দুপুরে ব্যাঙ্কে এসেছিল হাসিমও। তার মা ব্যাঙ্কের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় রাস্তায় নেমে খেলছিল হাসিম। ঠিক সেই সময় বহরমপুরের দিকে আসছিল সাংসদের গাড়ি। তখন রাস্তা পার হতে গিয়েই গাড়িতে ধাক্কা খেয়ে পিচের রাস্তার উপর ছিটকে পরে যায় হাসিম। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজের গাড়িতে করেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন আবু তাহের খান।তবে বাচাঁনো যায়নি হাসিমকে|

আরো পড়ুন-ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু,তবুও জঞ্জাল জমায় নির্বিকার স্কুল!ছাত্রীদের বিক্ষোভে পরিষ্কার হলো স্কুল

এই ঘটনার পরই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।এই দুর্ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, “ওর মা ছিল না সঙ্গে। এদিকে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। রাস্তার মধ্যে ছোটাছুটি করছিল, এপার-ওপার করতে গিয়ে এ ঘটনা ঘটে গিয়েছে। ওর মা ব্যাঙ্কের কোনও একটা কাজে এসেছিলেন। বাচ্চাটাও সঙ্গে ছিল। কিন্তু, কোনওভাবে রাস্তায় এসে যায় শিশুটি। দুর্ঘটনার পরেই এলাকায় ৫০ থেকে ৬০ জন চলে আসেন। কিন্তু, তখনও তার মায়ের দেখা পাওয়া যায়নি। অনেক পরে তিনি আসেন। আমি ঘটনার পরই তৎক্ষণাৎ বাচ্চাটিকে কোলে করে তুলে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার নার্সরাও তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *