রাখা যাবে না প্রধানমন্ত্রী-উপাচার্যের নাম!ফলক বিতর্কে বিশ্বভারতীকে নির্দেশ কেন্দ্রের
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কেন্দ্রের তরফে চিঠি দেওয়া হয় বিশ্বভারতীকে|সেই চিঠিতে দেওয়া হয়েছে পরিস্কার নির্দেশ|কি নির্দেশ এবার দেখা যাক…
আরো পড়ুন-আমহার্স্ট স্টিট থানায় পিটিয়ে খুনের ঘটনার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ সজল ঘোষ
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে চিঠি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে এই নির্দেশ দেওয়া হয়েছে।সেই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে যে ফলক আছে তা পাল্টাতে হবে। তার পরিবর্তে বসাতে হবে নতুন ফলক, যাতে আচার্য তথা প্রধানমন্ত্রীর নাম থাকবে না। থাকবে না উপাচার্যের নামও। নতুন ফলকে কী লেখা হবে, তা ঠিক করতে কর্তৃপক্ষকে কমিটি গড়ার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
আরো পড়ুন-জাতীয় সড়কে গাড়ি দাড় করিয়ে চাঁদার হয়রানি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ অফিসার
শিক্ষামন্ত্রকের চিঠি পাওয়ার পরেই চার জন অধ্যাপককে নিয়ে কমিটি গড়েছে বিশ্বভারতী।নতুন ফলকে কি লেখা হবে তা ঠিক করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রককে পাঠাতে হবে।সেটি অনুমোদিত হলে তবেই বসানো যাবে। দ্রুত এই নির্দেশ কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে নতুন ফলকের লেখা হতে হবে হিন্দি এবং ইংরেজি ভাষায় বাংলা নয়। সেই নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক ।