কামারহাটিতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় লক্ষ্য করে চলল গুলি ও বোমাবাজি,আহত ৬
কামারহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দুয়ারে সরকার কর্মসূচির পরিকল্পনা চালানোর সময় পার্টি অফিস লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। এরপরে এলোপাতাড়ি বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। কামারহাটি ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত তৃণমূলের এই দলীয় কার্যালয় বোমার আঘাতে দুই মহিলা ও শিশু সহ মোট ৬ জন গুরুতর জখম হন।
আহতদের সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা অঞ্চল জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে ছুটে যায় কামারহাটি ফাঁড়ির পুলিশ। পরে পরিস্থিতি সামাল দিতে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় ঢোকে। গোটা ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের কমিশনার মনোজ কুমার বার্মা।