তাহেরপুরে সরকারি আটার কালোবাজারির পর্দাফাঁস!আটক অভিযুক্ত,উত্তেজনা এলাকায়
নদিয়ার তাহেরপুরে সরকারি আটার কালোবাজারি হাতেনাতে ধরা পড়ল|এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশ এসে অভিযুক্তকে আটক করেছে।
আরো পড়ুন-‘আজ গোপাল হয়ে গেলেন ভূত আরও উনি হলে সাধু’:সৌগতকে বেনজির আক্রমণ মদনের
অভিযোগ, প্রশান্ত পাল নামে এক ব্যবসায়ীর বাড়িতে সরকারি রেশনের আটার প্যাকেট কেটে তা বস্তায় বাঁধা হচ্ছিল। তখনই স্থানীয়দের নিয়ে এখানে আসেন এলাকার বিজেপি নেতারা। ঘটনাস্থলে আসেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও।
আরো পড়ুন-‘আজ গোপাল হয়ে গেলেন ভূত আরও উনি হলে সাধু’:সৌগতকে বেনজির আক্রমণ মদনের
এই নিয়ে সরব হয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার|তিনি আঙুল তুলেছেন স্থানীয় পুলিশ-প্রশাসন,বিডিও-এসডিও-র দিকে|তার মন্তব্য, ‘সব চোর জেলে যাবে’|