বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে এসএসকেএম-এর বিরুদ্ধে অভিযোগ তুললেন ছেলে!
আজ সকালেই জলপাইগুড়ির ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে|শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিজেপি বিধায়ক|অস্ত্রোপচার করা হয় তার,তবে হয়নি শেষ রক্ষা|এবার এসএসকেএম-এর পকিষেবা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছে তার ছেলে|
আরো পড়ুন-ফের কয়লা পাচার মামলায় ইডি-র হাজিরা এড়ালেন মলয় ঘটক!
বিধায়কের ছেলের অভিযোগ,অস্ত্রোপচারের পর আইটিইউ-তে ছিলেন তিনি। মাঝরাতে বেডে শুয়ে ঠান্ডায় কাঁপছিলেন বিষ্ণুপদ বাবু। তাঁকে কোন চাদর বা কম্বলও কেউ দেয়নি। এমনকী ঠান্ডা লাগছে যে, সে বিষয়টিও খেয়াল করা হয়নি। পরে পরিবারের তরফে অভিযোগ জানানো হলে চিকিৎসাধীন বিষ্ণুপদ রায়ের জন্য একটি চাদর এনে দেওয়া হয়।
আরো পড়ুন-বিরোধী জোট INDIA-কে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুলনা করলেন তুলনা করলেন মোদী
প্রয়াত বিষ্ণুপদ রায়ের ছেলে জানিয়েছেন, রাতে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়েছিল তার বাবাকে।কিন্তু সেই সময় স্ট্রেচার ঠেলে নিয়ে যাওয়ারও লোক পাওয়া যায়নি। পরিবারের আত্মীয়রাই স্ট্রেচার ঠেলে নিয়ে যান উডবার্ন ব্লকে স্ক্যান করাতে।মৃতের পরিবারের প্রশ্ন,একজন বিধায়কের যদি এমন হাল হয়ে তবে সাধারণ মানুষের কী অবস্থা হবে?এই নিয়ে সরব হয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও|এদিন এই ঘটনা নিয়ে বলতে গিয়ে তিনি মদন মিত্রের সাথে এসএসকেএম কর্তৃপক্ষের বচসার ঘটনার উল্লেখও করেন|তবে,এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।