বিজেপি বিধায়কের পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ!উত্তেজনা রানাঘাটে

পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যে সন্ত্রাস অব্যাহত|এবার সেই চিত্র দেখা দিল নদীয়ার রানাঘাটে|এবার আক্রান্ত হলেন বিজেপি বিধায়কের পরিবার|মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আরো পড়ুন-আমরা দিল্লিতে মহাজোটের চেষ্টা করছি,আর এখানে মহাঘোঁট করছে,মহাঘোঁট ভেঙে দেব:মমতা

রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুটমনি অধিকারীর বাবা-মা এবং ভাইকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।রবিবার রাত সাড়ে দশটা নাগাদ বিধায়কের বাড়ির কাছে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমা ফাটার পর এলাকার দু’পক্ষের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। ঘটনা থামাতে গিয়ে আক্রান্ত হন মুকুটমনি অধিকারীর মা, বাবা এবং ভাই। আহত অবস্থায় তিনজনকেই রাতেই চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাসপাতালে।

আরো পড়ুন-‘যদি কেউ দুষ্টুমি করে, দুটো চড় মারবেন’ :কোচ বিহারে জনগণকে বার্তা মমতার

এই ঘটনার প্রতিবাদ করে রবিবার রাতেই বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা।ঘটনার পর এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনার পর দুই পক্ষই কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। আজ দু’পক্ষকে থানায় ডেকে পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে। তবে,হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *