রাজনৈতিক রঙ ভুলে হাতে হাত মিলিয়ে করোনা মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করল আলিপুরদুয়ার
আলিপুরদুয়ারের রেড ভলেন্টিয়ার্স-র সদস্যদের হাতে পি পি ই কিট এবং ফেস শিল্ড তুলে দিলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল|সারা দেশ তথা রাজ্য জুড়ে করোনাকালীন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে নানান পরিষেবা দিয়ে যাচ্ছে রেড ভলেন্টিয়ার্স। আক্রান্তের বাড়ি সেনিটাইজেশন,বাজার স্যানিটাইজেশন থেকে শুরু করে অক্সিজেন এর ব্যবস্থা, আক্রান্তের বাড়িতে ওষুধ ও খাবার পৌঁছে দেওয়া, রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া,রক্তদান শিবির সহ বিভিন্ন কাজে মানুষের পাশে এভাবেই দাঁড়াচ্ছেন তারা।
এই কাজের প্রশংসা করে এবং সাধুবাদ জানিয়ে মঙ্গলবার আলিপুরদুয়ারের নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার রেড ভলেন্টিয়ার্সদের হাতে পি পি ই কিট এবং ফেস শিল্ড তুলে দিলেন। মঙ্গলবার সিপিআইএম জেলা পার্টি অফিসে এসে সদস্যদের সঙ্গে কথা বলেন বিধায়ক সুমন বাবু। এরপর রেড ভলান্টিয়ার্স এর সদস্যদের হাতে পি পি ই কিট এবং ফেস শিল্ড তুলে দেন তিনি।এরপর রেড ভলেন্টিয়ার্স-র সদস্যরা আলিপুরদুয়ারের বিজেপি পার্টি অফিস স্যানিটাইজেশন করে। তারা জানান এরপরে একে একে আলিপুরদুয়ারের বিভিন্ন পার্টি অফিস সহ অন্যান্য অফিসগুলিও স্যানিটেশন করবেন তারা।
রাজনীতির ঊর্ধ্বে গিয়ে হাতে হাত মিলিয়ে করোনা মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করল আলিপুরদুয়ার জেলা|নবনির্বাচিত আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন,’রেড ভলেন্টিয়ার্স যেভাবে রাজ্যজুড়ে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। বিধায়কের পক্ষ থেকে তাদের জন্য সামান্য সুরক্ষা সরঞ্জাম তুলে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এরা প্রত্যেকে একজন করণা যোদ্ধা। আগামীতে সকলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে শামিল হবো।’অপরদিকে বিধায়কের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন রেড ভলেন্টিয়ার্স-র সদস্যরা।