ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল!জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে গিলেন বিধায়ক

ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল!এবার জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন
হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার|ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেন অসীম সরকার|

আরো পড়ুন-সিবিআই-সিটের আধিকারিকদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নয়:নির্দেশ বিচারপতির

বনগাঁ সাংগঠনিক জেলায় নতুন সভাপতি দায়িত্ব পাওয়ার পর নতুন মণ্ডল কমিটি গঠন হয়েছে। বিভিন্ন মণ্ডলের সভাপতি বেছেছেন জেলা সভাপতি। সে বিষয়ে সাংসদ ও বিধায়কদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক|

আরো পড়ুন-কৈখালীতে ফ্ল্যাটের মধ্যে হাত কাটা অবস্থায় বাথরুম থেকে উদ্বার মহিলার দেহ!

অসীম সরকার বলেন, “হঠাৎ জেলা কমিটি প্রকাশিত হয়ে গেল। তখন সবার মনে একটা ক্ষোভ। আমার উপরেও একটা চাপ, তাহলে অসীম সরকারই শুনেছি ঠাকুর মশাইয়ের খুব প্রিয়, দেবদাস মণ্ডলকে আনার পক্ষে উনি গিয়ে সওয়াল করলেন। তখন দেবদাস দা-কে বললাম, এটা কী করলেন ? কিছু জিজ্ঞাসা করলেন না। তখন বললেন, যেটা হয়ে গেছে হয়ে গেছে, মণ্ডল যখন আমরা করব ২৭ তারিখে ঠাকুর মশাইয়ের বাড়িতে বসে একটা আলোচনার মাধ্যমে করব। আমি দিল্লিতে ঠাকুর মশাইয়ের সঙ্গে ছিলাম। ঠাকুর মশাইও বললেন, ২৭ তারিখে আসছি। তোমাদের নিয়ে বসব। তার পরে মণ্ডল সভাপতি নির্ধারণ হবে, পরিবর্তন হবে কি হবে না। আবার দেখলাম, ২৫ তারিখে মণ্ডলও বেরিয়ে গেছে। এইবার তো সবাই ক্ষুব্ধ হয়ে উঠেছে চারিদিকে। সাতটা বিধানসভাতেই ক্ষুব্ধ হয়েছে। যাঁরা পঞ্চায়েত ভোটে বিরোধিতা করেছেন, বিজেপিকে ভোট দিতে মানা করেছেন, সেইসব লোককে নেওয়া হয়েছে। এবার সব আমার উপরে দোষ চাপাচ্ছে। এইজন্য ফেসবুকে পরিষ্কার কথাগুলো লিখেছি।”এই নিয়ে কি তবে অস্বস্তি বাড়লো গেরুয়া শিবিরের?বিধায়কের ক্ষোভ মিটিয়ে কি তার অভিযোগকে গুরুত্ব দেবে দল?নাকি প্রকাশ্যে তার বক্তব্যের জন্য তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবে দল?উঠছে প্রশ্ন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *