‘গরুর দুধে সোনা আছে কি না জেনে যুব সমাজের কী করে উন্নয়ন হবে, দিলীপকে কটাক্ষ হিরণের

নিউজ ডেস্ক: দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। দলের সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে তার অনেক অভিযোগ। দিলীপ ঘোষের গরুর দুধে সোনার খোঁজ তত্ত্বকে টেনে এনে নিজের মনের ঝাল মিটিয়ে নিলেন হিরণ। তিনি বলেন, ‘‌গরুর দুধে সোনা আছে কি না তা নিয়ে গবেষণার আগে যুব সমাজের কী করে উন্নয়ন হবে, তাঁরা কী করে কাজ পাবেন সেটা নিয়ে গবেষণা আমার কাছে গুরুত্বপূর্ণ।’‌

আরও পড়ুন-খণ্ডঘোষে জারি কনটেনমেন্ট জোন

হিরণ বলেন, ‘‌আমি অনেক গ্রুপে রয়েছি। ওই গ্রুপগুলিতে আমার থাকার দরকার নেই বলে মনে করেছি। তাই ছেড়েছি। দল বললে আবার ঢুকে যাব।’‌

এদিন তিনি আরো বলেন, ‘‌দিলীপবাবু তো আমাদের সাংসদ। দল বললে উনি কর্মসূচি করবেন। কিন্তু নেতৃত্বের সকলকে বলেছিলাম, আমার এলাকায় কোনও কর্মসূচি থাকলে আমায় যেন আগে জানানো হয়। ব্যক্তির সঙ্গে আমার কোনও সমস্যা নেই। আলোচনা করে ঠিক হোক। আমি পশ্চিম মেদিনীপুর থেকে জেতা বিজেপির একমাত্র বিধায়ক। আমি বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে কলকাতায় এলাম। আর আমার অজ্ঞাতেই খড়্গপুর পুরসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক হয়ে গেলে সেটা মেনে নেওয়া যায় না।’‌

আরও পড়ুন-কাশ্মীরে প্রচণ্ড তুষার ঝড়ের মধ্যে দৃঢ় অবস্থানে জওয়ান,সবাই বলল ‘আমাদের সুপারহিরো’

কেন্দ্রীয় নেতৃত্বের কথা উঠলে তিনি বলেন, ‘অমিত শাহ তথা কেন্দ্রীয় নেতৃত্ব আমায় যা যা কথা দিয়েছিলেন সবই রেখেছেন। অমিত শাহ, নরেন্দ্র মোদী খড়্গপুরে এসে জনসভা করেছেন। তাঁদের সঙ্গে আমার কোনও সমস্যা নেই।’‌ এই মন্তব্যের মধ্যে দিয়ে হিরণ বোঝাতে চাইলেন তাঁর সঙ্গে দিলীপ ঘোষের আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যা দলকেই ঠিক করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *