বিশেষ সম্প্রদায়ের ভোটারদের প্রভাবিত করতে লুঙ্গি পড়ে ভোটের ডিউটি করছেন প্রিসাইডিং অফিসার?বিজেপি প্রার্থী অভিযোগ তোলায় প্রকাশ্যে লুঙ্গি ছেড়ে প্যান্ট পড়ে ফেললেন
এ কি কান্ড!লুঙ্গি পড়ে ভোটের ডিউটি করছেন প্রিসাইডিং অফিসার,বিজেপি প্রার্থী অভিযোগ তোলায় প্রকাশ্যে লুঙ্গি ছেড়ে প্যান্ট পড়ে ফেললেন তিনি|অনায়াসে লুঙ্গি পড়ে বুথের ভিতর বসে ডিউটি করে চলে ছিলেন প্রিসাইডিং অফিসার|পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বুথে ঢুকেই তাকে দেখে অভিযোগ তোলেন|তৎক্ষণাৎ তার সামনেই লুঙ্গি ছেড়ে প্যান্ট পড়ে ফেললেন সেই প্রিসাইডিং অফিসার|
ঘটনাটি পুরুলিয়ার বাঘমুণ্ডি বিধানসভার ঝালদা গার্লস হাইস্কুলের বুথের|পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো সেই বুথে ঢুকতেই দেখেন প্রিসাইডিং অফিসার লুঙ্গি পড়ে বসে আছেন|বিশেষ সম্প্রদায়ের ভোটারদের প্রভাবিত করতে এই কাজ করছেন তিনি।সঙ্গে সঙ্গে ওই প্রিসাইডিং অফিসারকে লুঙ্গি ছাড়তে বলেন বিজেপি প্রার্থী। তাঁর সামনেই বুথের মধ্যে লুঙ্গি খুলে প্যান্ট পরে নেন ওই ব্যক্তি।
আরো পড়ুন-“দেব তো দেব নন,তিনি রাজনীতিতে ‘দেবাদিদেব’!”:শুভেন্দুকে হোয়াটস অ্যাপ করা নিয়ে দেবকে খোঁচা কুণালের
তবে প্রশ্ন উঠছে,প্যান্ট থাকা সত্ত্বেও কেন সেটা না পড়ে লুঙ্গি পড়ে বসে ডিউটি করছিলেন সেই প্রিসাইডিং অফিসার?এক প্রার্থীকে কেন বলতে হবে তাকে যথাযথ পোশাক পড়ার জন্য?নির্দিষ্ট ড্রেস কোড কেন মানলেন না ওই অফিসার?গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের মত এক গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে একজন কর্মীর এমন বেপরোয়া মনোভাব?