তৃণমূল বিধায়কের সামনেই ‘চোর ধরো, জেল ভরো স্লোগান’ বিজেপির!
তৃণমূল বিধায়কের সামনেই ‘চোর ধরো, জেল ভরো স্লোগান’ বিজেপির, চেয়ার ছোড়াছুড়ি, মারপিট|শুভেন্দু অধিকারীর উস্কানিতেই অশান্তি, অভিযোগ তৃণমূল বিধায়কের।
আরো পড়ুন-‘বাড়ি থেকে বের করে করে পেটানো হবে’:ফের বেলাগাম হুমকি উদয়নের
মহিষাদলের কেশবপুর রাধাকৃষ্ণ কৃষি সমবায় সমিতির একশো বছর পেরিয়ে যাওয়ায় সোমবার ছিল সমাপ্তি অনুষ্ঠান।সেই অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী পৌছতেই সেখানে তাঁকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান থেকে শুরু করে কিছুক্ষণের মধ্যে ‘চোর ধরো জেল ভরো’ স্লোগান দেন বিজেপির সমর্থকরা।শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি, মারামারিতেও জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি সমর্থকরা। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা শুরু করে।
আরো পড়ুন-সেলিমকে ‘মীরজাফর’ বলে আক্রমণ ফিরহাদের!কিন্তু কেন?
এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তৃণমূল বিধায়ক|তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর অভিযোগ, ‘বিজেপি তো এই কাজই করে। ওঁদের জেলার নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে উস্কানি দিচ্ছেন, সেভাবেই কাজ করছেন বিজেপি সমর্থকরা। ৩ হাজার লোকের সমবায়, শান্তিপূর্ণ মিটিং চলার মাঝে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করল। দেখুক মানুষ দেখুক, ওঁরা কী করছে। মানুষ দেখুক কাদের হাতে সমবায়ের, গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব তুলে দিয়েছে। মানুষই ওসব দেখে মুখ ফিরিয়ে নেবে, বিশ্বাস রাখি।’