ফের বিতর্কে জড়াল বিড়লা গোষ্ঠীর ৩ স্কুল, রিপোর্ট কার্ড দেখে অবাক অভিভাবকরা
নিউজ ডেস্ক: বকেয়া ফি নিয়ে অভিভাবক এবং বিড়লা গোষ্ঠীর তিন স্কুলের মধ্যে দ্বন্দ্ব এখনো চলছে। এই অবস্থায় পড়ুয়াদের রিপোর্ট কার্ডে ফি মেটানোর অনুরোধ জানাল জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, অশোক হল এবং মহাদেবী বিড়লা শিশু বিহার।
আরও পড়ুন-শিল্প সম্মেলনে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে এবার বড় ঘোষণা করলেন চিকিৎসক দেবী শেঠি
কিছুদিনআগেও বকেয়া ফি নিয়ে বিক্ষোভের মুখে তিন স্কুলের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছিল স্কুল কর্তৃপক্ষ। স্কুল খুললেও শুধুমাত্র পুরো বেতন মেটানো পড়ুয়াদেরই ঢোকার অনুমতি দেওয়া হচ্ছিল। অনেক ঝামেলার পর সব পড়ুয়াকেই স্কুলে ক্লাস করার অনুমতি দিল স্কুল কর্তৃপক্ষ। তবে এরই মাঝে তৈরি হল নতুন সমস্যা।
পড়ুয়ার অভিভাবকদের অভিযোগ, ছেলেমেয়েদের রিপোর্ট কার্ড দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সেখানে বকেয়া ফি মিটানোর কথা লিখে দেওয়া হয়েছে। অভিভাবকদের প্রশ্ন, এভাবে স্কুলের রিপোর্ট কার্ডে ফি সংক্রান্ত কোনও উল্লেখ করা যায় কি না। আদালতের নির্দেশ মেনে তাঁরা স্কুলের ফি মিটিয়ে দিয়েছেন। এরপর কেন রিপোর্ট কার্ডে এই লেখা লিখল স্কুল কর্তৃপক্ষ?
আরও পড়ুন-”মমতা বন্দ্যোপাধ্যায় এইসব করতে গিয়েই তো শিল্পের অন্তর্জলী যাত্রা হয়ে গেছে” দাবি দিলীপের
প্রসঙ্গত জানা যায়, যে পড়ুয়াদের অভিভাবক পুরো ফি জমা দিয়েছেন, সেই পড়ুয়াদের হলুদ রঙের আইডি দেওয়া হয়। শুধু বেতন মেটানো পড়ুয়াদেরই সার্টিফিকেট দেওয়া হচ্ছে । পড়ুয়াদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে কলকাতার নামী তিন স্কুল তাদের দরজা বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য। ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুলের গেটের বাইরে অভিভাবকদের বিক্ষোভ হয় বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ।