বীরভূম জেলা সভাপতির পদে নেই কেষ্টর নাম!তালিকায় ধোঁয়াশা
লোকসভা ভোটের আগে ৮ জেলায় সভাপতি বদল করল শাসক দল।আর সেই তালিকায় বীরভূম জেলা সভাপতির পদে নেই গরু পাঁচার মামলায় জেলবন্দি বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের নাম|তবে কি অবশেষে পদ খোয়েলেন বীরভূমের ‘বাঘ’?তালিকা ধোঁয়াশা…
আরো পড়ুন-বিতর্কের মাঝেই লোকসভা ভোটের আগে দলে পদোন্নতি মহুয়ার!
জেলা সভাপতির নামের জায়গায় লেখা ‘কোর কমিটি টু কমিটি’।উল্লেখ্য,একাধিক সাংগঠনিক জেলা কমিটিতে রদবদল করা হয়েছে। তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভানেত্রী পদ থেকে সরানো হল শাওনি সিংহ রায়কে। তাঁকে করা হল তৃণমূলের রাজ্য সম্পাদক। বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হল অপূর্ব সরকারকে। রাজ্য সম্পাদক করা হয়েছে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে।
আরো পড়ুন-অগ্নিগর্ভ জয়নগর!তৃণমূল নেতাকে খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন
তবে,এই তালিকা আরেকটি উল্লেখযোগ্য নাম হল কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী হিসেবে মহুয়া মৈত্রের নাম|বিগত সময় ঘুষ নিয়ে সাংসদে প্রশ্ন বিতর্কে নাম উঠেছে মহুয়া মৈত্রের|তার সাংসদ পদ খারিজের সুপারিশও করেছেন এথিক্স কমিটি|কিন্তু এই সব বিতর্ক আঁচ ফেলতে পারেনি দলে মহুয়ার জায়গায়|আর তারই প্রমাণ হল মহুয়ার এই পদোন্নতি|তবে ধোঁয়াশা রয়ে গেল কেষ্টর ভবিষ্যৎ নিয়ে…