‘যে করেই হোক পৌষমেলা করতে হবে’:দলীয় কর্মীদের নির্দেশ অনুব্রত-র

শুক্রবার গোরু পাচার মামলায় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয় কেষ্টকে। এদিন তিনি আদালতে পৌঁছনোর আগেই বীরভূম থেকে দলের জেলা নেতা-কর্মীরা ভিড় করেন আদালত চত্বরে।তখনই নেতা-কর্মীদের তিনি জানিয়ে দেন যে করেই হোক পৌষমেলা করতেই হবে|

আরো পড়ুন-বৈদিক ভিলেজে জন্মদিনের পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ!গ্রেফতার ৪

আদালতের বাইরে ওই জেলা নেতারা অনুব্রতকে জানান, বিশ্বভারতীর উদ্যোগে মেলা হলেও কর্তৃপক্ষ তা করতে চাইছেন না। তখনই অনুব্রত দলের নেতাদের স্পষ্ট জানিয়ে দেন, সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে। এই পরিস্থিতিতে যে কোনও মূল্যে মেলার আয়োজন করতে হবে।

আরো পড়ুন-মালদার ঘটনার পুনরাবৃত্তি পুরুলিয়ায়!স্কুলে মর্মান্তিক মৃত্যু পড়ুয়ার

দলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘এই বিষয়টি নিয়ে দাদার সঙ্গে আলোচনা হয়েছে। উনি বলেছেন মেলার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ডাকবাংলো মাঠেই করতে হবে। সেক্ষেত্রে পুরসভা বা স্থানীয় কোনও সংগঠন যদি মনে করে তারা যৌথ ভাবে মেলা করবে, তাহলে সেটাও করা যেতে পারে। কিন্তু মেলা আমরা করবই।’ মলয় বাবু আরও বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের সবাইকে একজোট হয়ে রাজনৈতিক লড়াইয়ে নামতে হবে বলেও কর্মীদের নির্দেশ দিয়েছেন অনুব্রত|তিনি সাফ এদিন তাদের নির্দেশ দিয়েছেন দলের মধ্যে কোন গোষ্ঠীবাজি করা চলবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *