ফের বিজেপি তে ভাঙ্গন !বাগদার পর স্বরুপ্নগরের পঞ্চায়েত সদস্যের যোগ তৃণমূলে

ফের বিজেপিতে ভাঙ্গন । বাগদা ব্লকের রনঘাটের পর স্বরূপনগর ব্লকের বাঙলানি গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। মঙ্গলবার সন্ধ্যায় রেখা ঢালী নামে ওই পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস ।

আরো পড়ুন-প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হিন্দু হোস্টেলে মেস ব্যবস্থা পুনরায় চালু করা সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ

বিশ্বজিৎ বাবু বলেন মুখ্যমন্ত্রী উন্নয়ন যজ্ঞে সামিল হতে রেখা দেবী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বিজেপি দলটারই কোন অস্তিত্ব থাকবে না । যোগদান শেষে রেখা দেবী বলেন গ্রামের উন্নয়ন করতে মুখ্যমন্ত্রী উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান করলাম ।

আরো পড়ুন-জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের

প্রসঙ্গত বাংলা নেই গ্রাম পঞ্চায়েতে ৩০ টি আসনের মধ্যে তৃণমূল এবার ২৪টি আসন পেয়েছে , বিজেপি দুটি সিপিএম একটি এবং নির্দল তিনটি। তৃণমূলে এই যোগদান প্রসঙ্গে বনগাঁ উত্তর পৌর মন্ডলের যুব মোর্চার সভাপতি রাজীব রায় বলেন ভয় দেখিয়ে সন্ত্রাস করে তৃণমূল বিজেপির জয়ী প্রার্থীদের যোগদান করাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *