NRS-এর ডোম পদে ৮ হাজার আবেদনকারীর মধ্যে পাশ মোটে ৩৭!
নিউজ ডেস্ক: ভাক্যান্সি ঘোষণা হতেই জমা পড়েছিল অসংখ্য আবেদন। কোন চাকরি ছোট নয় এমন ভেবে ডোম পদে আবেদন জানিয়েছিলেন পোস্ট গ্রাজুয়েট থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পর্যন্ত!
অতঃপর হয়েছে পরীক্ষা এবং যথা সময় ঘোষণা হয়েছে তার ফল। শুনে স্তম্ভিত হবেন, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে, ল্যাবরেটরি অ্যাটেড্যান্ট (ডোম) পদে লিখিত পরীক্ষায় পাশ করেছেন শুধু মাত্র ৩৭ জন।
৩১ অগস্ট ৩৭ জন পরীক্ষার্থীকে প্র্যাক্টিক্যাল ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে।
মাসিক ১৫ হাজার টাকা বেতন মিলবে এই ডোম পদের কাজে।
NRS-এ ডোমের ৬টি শূন্য পদে জমা পড়েছিল প্রায় ৮ হাজার আবেদন। ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করার শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন জমা করার অনুমতি ছিল।
তবে বর্তমানে চাকরির বাজারে এমনই হাহাকার যে ডোমের চাকরি করতে এগিয়ে আসেন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর এবং স্নাতক পরীক্ষায় উত্তীর্ণরাও। ডোম পদে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা দেখে শোরগোল পড়ে যায় গোটা রাজ্য।
অবশেষে কেটেছেটে ৭৮৪ জনকে লিখিত পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। ১ অগস্ট ২৮৪ জন সেই লিখিত পরীক্ষায় বসেন।
গত কাল ওই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবং জানা গেছে ২৮৪ জনের মধ্যে মাত্র ৩৭ জন ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন এই পরীক্ষায়।
বার ওই ৩৭ জনকে প্র্যাক্টিক্যাল ও মৌখিক পরীক্ষার জন্য ডেকেছেন এনআরএস কর্তৃপক্ষ। এঁদের মধ্যে থেকেই বেচেঁ নেওয়া হবে ৬ জনকে।