বাংলাদেশের অশান্ত পরিস্থিতি র মধ্যেও বিএসএফের মানবিক মুখ দেখলো দেশবাসী
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে অগ্নিগর্ভ। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এই মুহূর্তে দেশের দায়িত্বভার সেনাবাহিনীর হাতে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি এখনো বিদ্যমান। ভালো তো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা সম্পূর্ণ বন্ধ করা আছে। যোগাযোগ ব্যবস্থা মাধ্যম হিসেবে মৈত্রী এক্সপ্রেসের যাতায়াত আপাতত স্থগিত করা হয়েছে। সমস্যায় রয়েছেন ব্যবসা তথা চিকিৎসা ব্যবস্থার জন্য দুই দেশে যাতায়াত করা হাজারো মানুষ।
আরো পড়ুন-অগ্নিগর্ভ বাংলাদেশের অশান্তি অব্যাহত!জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ২৪ জনের
আজ থেকে প্রায় ৭৭ বছর আগে বিভক্ত করেছিল অবিভক্ত বঙ্গদেশে বর্তমান দুই বাংলার মানুষকে। যেখানে বর্তমানে এমন জটিল পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থা তথা মানুষের স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ ভেঙে পড়েছে সেখানে বিএসএফের এক মানবিক মুখ দেখল রাজ্য তথা দেশবাসী। জানা যাচ্ছে বাংলাদেশের এক মুমূর্ষ রোগীকে অ্যাম্বুলেন্সে করে তার ছেলে ভারতের সীমানা অব্দি নিয়ে আসে সেখান থেকে বিএসএফের সাহায্যে সেই মুমূর্ষু রোগীকে আরও উন্নততর চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুর উদ্দেশ্যে যাত্রা করানো হলো।
আরো পড়ুন-সল্টলেকে আবারো পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক অনলাইন ডেলিভারি কর্মীর
রোগীর ছেলে জানালেন বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যে অনেক কষ্ট করে তার বাবাকে নিয়ে ভারতে এসেছি চিকিৎসার জন্য বিএসএফ সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।। এমন জটিল রাজনৈতিক তথা সামাজিক পরিস্থিতির মধ্যেও বিএসএফের এই অনন্য উদ্যোগ আবারো প্রমাণ করলো সবার উপরে মানব ধর্ম।