চাকরী দেওয়ার নাম করে টাকা তুলতেন প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক!বিষ্ফোরক দাবি তারই সচিবের

নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপার গোটা রাজ্য|শাসক দলের তিন বিধায়ক এই দুর্নীতির দায়ে বর্তমানে গিন কাটাচ্ছে শ্রীঘরে|আরেক বিধায়কও রয়েছেন এখন সিবিআই তদন্তের অধীনে|এবার তারই মাঝে তৃণমূলেরই এক প্রয়াত বিধায়কের নামও উঠছে নিয়োগ দুর্নীতিতে|তিনি হলেন বীরভূমের মুরারইয়ের তৃণমূলের বিধায়ক আব্দুর রহমান।

আরো পড়ুন-বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে কোয়ান্টাম মিশনে নিযুক্ত হতে চলেছে ভারত!বরাদ্দ হল ৬০০০ কোটি টাকা

২০১৬ থেকে ২০২১ পর্যন্ত মুরারইয়ের তৃণমূল বিধায়ক ছিলেন আব্দুর রহমান। ২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী হলেও, করোনায় আক্রান্ত হন তিনি।এবার তারই বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ আনলেন তারই সচিব মহম্মদ গোলাম রসুল|পেশায় মহম্মদ গোলাম রসুল একজন প্রাথমিক শিক্ষক|তার দাবি বিভিন্ন চাকরির জন্য চাকরীপ্রার্থীদের থেকে টাকা নিতেন বিধায়ক|সেই সব হিসেব নাকি আছে দুটি ডায়েরিতে,যা বিধায়কের মৃত্যুর পর তার স্ত্রীর ও ছেলের কাছে রয়েছে|

আরো পড়ুন-“মুকুলকে নেওয়ার সময় মনে হচ্ছিল,দিল্লিতে বিজেপির সিংহাসন দখল হয়েছে”:বিষ্ফোরক মদন

তবে কার এই সমস্ত দাবি নাখোঁচ করেছেন প্রয়াত প্রাক্তন বিধায়কের স্ত্রী শেহনাজ বেগম ,যিনি বর্তমানে মুরারই ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী।তার বক্তব্য,অভিযোগকারী গোলাম রসুল তাদের কাছের লোক ছিল,তাদের ছেলের মতো ছিল|বিধায়কের ভাল মানুষের সুযোগ,তার পিঠ পিছনে অনেকের কাছ থেকে টাকা চাকরী দেওয়ার নাম করে টাকা তুলতেন|সেটা এখন বিধায়ক চলে যাওয়ার পরে, তার নামে মিথ্যা অভিযোগ করছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *