‘ভোটে হেরে বিরোধী দল হতেই মন্দিরে ঢুকতে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলছে’:আক্রমণে অভিষেক

আজ পঞ্চায়েতে প্রচার শুরু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
নদিয়ার কৃষ্ণগঞ্জে বাদকুল্লায় সভা করেন এদিন|আর সেই সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে চাচাছোলা আক্রমণ করেন অভিষেক|

আরো পড়ুন-কপ্টার বিপত্তিতে আহত মুখ্যমন্ত্রী!পায়ে-কোমরে চোট পেয়েছেন,আনা হচ্ছে কলকাতায়

এদিন ঠাকুরনগরের গণ্ডগোলের ঘটনার উল্লেখ করে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে তীব্র আক্রমণ করেন অভিষেক|অভিষেক বলেন, ‘আমাকে বলেছে অ্যাপয়েন্টমেন্ট করে আসিনি বলে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। আমি এই বাংলার ছেলে আমাকে বলছে মতুয়া মন্দিরে পুজো দিতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। যাদের হাতে গোধরার রক্ত লেগে তাদের পা চাটছে। কখনও শুনেছেন মন্দিরে যেতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে! বিপত্তারিণীর পুজো আজ। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি পুজো দিতে গিয়েছিলেন? শুভেন্দু অধিকারী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে বলছেন। শান্তনু ঠাকুর মন্দিরের দরজা বন্ধ করে দেন। আমাকে ঢুকতে দেননি। ভোটে হেরে বিরোধী দল হতেই মন্দিরে ঢুকতে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলছে। এ কোন উগ্র হিন্দুত্ববাদ! আমি জানি এর জবাব নদিয়া ও বনগাঁর মানুষ ভোটে দেবেন। ‘

আরো পড়ুন-‘২৩০০০ কোটি টাকার বেশি দুর্নীতি..বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবেন না’:আক্রমণে প্রধানমন্ত্রীর

এদিন অভিষেক আরো বলেন, ‘বিজেপিকে জিতিয়ে কী পেয়েছেন? আপনাদের রানাঘাটের সাংসদ এই ক’বছরে একটা কেন্দ্রীয় মন্ত্রীকে এনে সভা করে আপনাদের সমস্যা শুনেছেন? কোনও সমস্যায় বিজেপি নেতাদের পাশে পেয়েছেন? কিন্তু তৃণমূলকে বিপদে আপদে পাশে পাবেন। চার বছরে কোনও কাজ করেননি জগন্নাথ সরকার। কানে শুনে নয়, নিজেদের অভিজ্ঞতা দিয়ে ভোট দিন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *