‘দলের নাম দূষিত করলেই বহিষ্কার’,শেষ প্রচারে নেমে ফের কড়া বার্তা অভিষেকের
কলকাতা পুরভোটের প্রচারের শেষদিন ছিল শুক্রবার।আর এদিন দক্ষিণ কলকাতায় প্রচার সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাট থেকে দলীয় কর্মীদের শান্তিপূর্ণ নির্বাচন করার নির্দেশ দিয়েছেন অভিষেক।তার সাথে দিয়েছেন কিছু কড়া বার্তা|
আরো পড়ুন-‘ধুস একটাও বয়ফ্রেন্ড নেই’,আক্ষেপ জানালেন শ্রীলেখা!
এর আগেও অভিষেককে দেখা গিয়েছে দলীয় বৈঠকে কর্মী-নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে|শুক্রবার আবার সেই সুরই শোনা গেল অভিষেকের মুখে|অভিষেক এদিন সাফ জানান,কেউ যদি অসাধু কাজ করে দলের নাম খারাপ করে, তাহলে তাকে কোন ছাড় দেওয়া হবেনা,সোজা বহিষ্কার করা হবে।’
আরো পড়ুন-‘বন্ধ রায়পুর চা বাগান,খোলার বিষয়ে উদ্যোগ নেই রাজ্যের’, অভিযোগ তৃণমূল পঞ্চায়েতের
এদিন তিনি আবারও মনে করিয়ে দেন যে সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সেদিকে নজর রাখতে হবে দলের কর্মীদের|উল্লেখ্য,দক্ষিণ কলকাতায় অভিষেকের এই রোড শোতে সাধারণ মানুষের উপচে পরা ভিড় ছিল দেখার মত|