সিকিমে বিপর্যয়ে ২২ টি দেহ ভেসে এসছে উত্তরবঙ্গে,পাঁচটি দেহর করা গিয়েছে শনাক্ত

মঙ্গলবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ মেঘভাঙা বৃষ্টি হয় উত্তর সিকিমের লোনক হ্রদের ওপর। হ্রদের একাংশের জল ঢুকতে শুরু করে তিস্তায়।এই বিপর্যয়ের কারণে একের পর এক দেহ ভেসে আসছে তিস্তায়। এখনও বহু মানুষ নিখোঁজ।উত্তরবঙ্গে ভেসে আসা মোট ২২ টি দেহ উদ্বার করা গিয়েছে। যাঁর মধ্যে মাত্র পাঁচটি দেহ শনাক্ত করা গিয়েছে।

আরো পড়ুন-নিউটাউনে খাটের নীচে রাখা স্যুটকেস থেকে উদ্ধার পড়ুয়ার দেহ!

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মোট ২২ জন বাসিন্দারা দেহ উদ্ধার করা গিয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি জেলা থেকে ১৫টি দেহ, কোচবিহার থেকে তিনটি দেহ, শিলিগুড়ি থেকে চারটি দেহ পাওয়া গিয়েছে। যার মধ্যে পাঁচটি দেহ শনাক্তকরণ হয়েছে।

আরো পড়ুন-রক্ষাকবজ পেল না অভিষেক!নথি দেখে সন্তুষ্ট না হলে সমন পাঠানো যাবে:জানাল ডিভিশন বেঞ্চ

বুধবার থেকেই ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনী জোরকদমে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।তবুও জানা যাচ্ছে,এখনও ১০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *