জবকার্ড চাওয়াকে কেন্দ্র করে বিজেপি নেতার হাতে নিগৃহীত দুই গৃহবধূ
বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর দাস পাড়া গ্রামের ঘটনা। তুফান রুইদাস এক গৃহবধূর জব কার্ড দীর্ঘদিন ধরে আটকে রাখে এবং গতকাল বৃহস্পতিবার রাত্রিবেলা জবকার্ড চাইতে গেলে দুই গৃহবধূকে রীতিমতো মাটিতে ফেলে বেধড়ক মারধর করে পাশাপাশি শ্লীলতাহানি করা হয়| তাদের পরনের শাড়ি ব্লাউজ ছিড়ে দেওয়া হয় এবং রীতিমত শারীরিক নিগ্রহ করে অভিযুক্ত তুফান দাস, বিট্টু দাস ,সুমন দাস এবং শুকদেব দাস|
ঘটনায় দুই গৃহবধূ আহত হন তাদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় অন্যদিকে তুফান দাস ঘটনার কথা অস্বীকার করে এবং সে বলে তাদেরও একজন মহিলাকে মারধর করে বলে অভিযোগ |ঘটনায় উভয় পক্ষই হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে| অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে| শুধুই কি জব কার্ড নাকি অন্য কোনো কারণ নাকি রাজনৈতিক কোন উদ্দেশ্য রয়েছে ,এর পেছনে খতিয়ে দেখছে পুলিশ |