ভারতীয় রেলের বিকেন্দ্রীকরণের প্রতিবাদে শিয়ালদহ স্টেশনে প্রতিবাদ সভার মঞ্চ
নিউজ ডেস্ক:
মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে ভারতীয় রেলের বিকেন্দ্রীকরণের প্রতিবাদে শিয়ালদহ স্টেশনে প্রতিবাদ সভার মঞ্চ। এই দিন এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মাননীয়া ডঃ শশী পাঁজা ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী ও অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে রাজ্যের ১৫টি রেল রুটকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ করে সংসদে আন্দোলন গড়ে তোলার জন্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি তিনি রেলের বেশ কিছু পদের বিলুপ্তি ঘটানোর সিদ্ধান্তেরও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। উল্লেখ্য, গত ১৭ জুন রেলবোর্ডের একটি নির্দেশিকা জারি হয়। তা দেশের সমস্ত জোনের চিফ প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ম্যানেজারের কাছে পাঠানো হয়। দেশের অন্য নানা ট্রেনের সঙ্গে এক্সপ্রেসের জন্য প্রস্তাবিত হয়েছে এ রাজ্যের আদ্রা ডিভিশন দিয়ে চলা হাতিয়া-টাটানগর ও টাটানগর-হাতিয়া প্যাসেঞ্জার, আদ্রা-হাওড়া ও হাওড়া-আদ্রা শিরোমণি প্যাসেঞ্জার, হাতিয়া-খড়গপুর ও খড়গপুর-হাতিয়া প্যাসেঞ্জার, হাওড়া-আদ্রা-চক্রধরপুর-বোকারো স্টিল সিটি প্যাসেঞ্জার ও চক্রধরপুর-আদ্রা-হাওড়া প্যাসেঞ্জারের মতো ট্রেন।