বিদ্যুৎ এর বিল মুকুবের দাবিতে বিক্ষোভ জেলা বিজেপির
নিউজ ডেস্ক: বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর তৃনমুলের আক্রমণের ও বিদ্যুৎ এর বিল মুকুবের দাবিতে বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ দেখাতে গেল জলপাইগুড়ি জেলা বিজেপি। মোট ১৬জন বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করে পুলিশ । এর প্রতিবাদে আজ জলপাইগুড়ি কোতয়ালী থানাতে বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর নেত্বিতে বিক্ষোভ করা হয় । বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় থানা চত্বরে।
অভিযোগ আজ কলকাতায় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আক্রান্ত হয় তৃনমুলের দ্বারা ।পাশাপাশি লকডাউনের তিন মাস বিদ্যুৎ এর বিল মুকুবের দাবিতে আজ জলপাইগুড়ি স্টেশন রোড অবস্তিত বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখাতে গেলে সেখানে রাজ্য বিজেপির সহ সভাপতি দীপেন প্রামানিক, জেলা যুব মোর্চার জেলা সভাপতি শ্যাম প্রসাদ সহ মোট ১৬বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও বিজেপি কর্মীদের কোন অনুষ্ঠানের অনুমতি দিচ্ছেনা পুলিশ প্রশাসন ।
অন্যদিকে তৃনমুলকে সমস্ত অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে পুলিশ। একই দেশে দুটি দলের জন্য দুই রকম আইন হতে পারেনা। এর প্রতিবাদে আজ জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী নেত্বিতে কোতয়ালী থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিক্ষোভ চলাকালীন পুলিশের সাথে বিজেপি কর্মীদের বচসা হয়। বিক্ষোভ শেষে জেলা সভাপতি বাপি গোস্বামী তৃনমুলকে হুমকিও দেন বলে জানা যাচ্ছে।